সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বৈশিষ্ট্য

আপনার নিজের চুলের চাহিদা অনুযায়ী বানিয়ে নিন আপনার একান্ত নিজস্ব স্পেশাল তেল ।

  জলে চুন তাজা, তেলে চুল তাজা! টাং টুইস্টার হিসেবে এই বাক্যটি এখনও  যতটা জনপ্রিয়, এই কথার সত্যতাও ততটাই! চুলে নিয়মিত তেল মাখলে তা যেমন চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুল মজবুত করে তোলে, তেমনি চুল আর্দ্র সতেজ রেখে ধরে রাখে স্বাভাবিক চকচকেভাব। কিন্তু সবাই যেমন আলাদা আলাদা মানুষ, তেমনই তাদের চুলের চাহিদাও আলাদা আলাদা, কারও হয়তো খুসকির সমস্যা আছে, আবার কারও চুল আর্দ্রতার অভাবে শুষ্ক, বিবর্ণ! আবার যাঁদের চুল স্বাভাবিকভাবেই তেলতেলে, সামান্য ভারী তেলেও তাঁদের চুল প্রচণ্ড নেতিয়ে পড়ে। ফলে তাঁদের দরকার হালকা তেল! এরকমই প্রতেকের চাহিদা আনুজায়ি তাদের তেলের ও ধরন আলাদা আলাদা ।  নতুন চুল গজানোর জন্য জবাফুল যদি আপনার চুল দিন দিন পাতলা হতে থাকে তা হলে তেলের সঙ্গে মিশিয়ে নিন জবাফুলের গুণ। পাঁচটা জবাফুল আর পাঁচটা জবাপাতা একসঙ্গে থেঁতো করে পেস্ট করে নিন। এবার ১০০ মিলি অলিভ বা নারকেল তেলের মতো কেরিয়ার একটা পাত্রে  নিয়ে গরম করুন। সেই তেল গরম হয়ে গেলে  তাতে থেঁতো করা ফুল-পাতার পেস্টটা দিয়ে দিন। তেল ফুটে উঠলে আঁচ থেকে নামিয়ে ছাঁকনিতে ছেঁকে এয়ার টাইট বোতলে ভরে রাখুন। প্রতিবার এই তেলই মাথায় ...

সাম্প্রতিক পোস্টগুলি

চোখের মেকআপ কিভাবে তুলবেন ? নিজের সামান্য ভুলেও হতে পারে বড় বিপদ ।