আপনার নিজের চুলের চাহিদা অনুযায়ী বানিয়ে নিন আপনার একান্ত নিজস্ব স্পেশাল তেল ।

 জলে চুন তাজা, তেলে চুল তাজা! টাং টুইস্টার হিসেবে এই বাক্যটি এখনও  যতটা জনপ্রিয়, এই কথার সত্যতাও ততটাই! চুলে নিয়মিত তেল মাখলে তা যেমন চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুল মজবুত করে তোলে, তেমনি চুল আর্দ্র সতেজ রেখে ধরে রাখে স্বাভাবিক চকচকেভাব। কিন্তু সবাই যেমন আলাদা আলাদা মানুষ, তেমনই তাদের চুলের চাহিদাও আলাদা আলাদা, কারও হয়তো খুসকির সমস্যা আছে, আবার কারও চুল আর্দ্রতার অভাবে শুষ্ক, বিবর্ণ! আবার যাঁদের চুল স্বাভাবিকভাবেই তেলতেলে, সামান্য ভারী তেলেও তাঁদের চুল প্রচণ্ড নেতিয়ে পড়ে। ফলে তাঁদের দরকার হালকা তেল! এরকমই প্রতেকের চাহিদা আনুজায়ি তাদের তেলের ও ধরন আলাদা আলাদা । 

নতুন চুল গজানোর জন্য জবাফুল


যদি আপনার চুল দিন দিন পাতলা হতে থাকে তা হলে তেলের সঙ্গে মিশিয়ে নিন জবাফুলের গুণ। পাঁচটা জবাফুল আর পাঁচটা জবাপাতা একসঙ্গে থেঁতো করে পেস্ট করে নিন। এবার ১০০ মিলি অলিভ বা নারকেল তেলের মতো কেরিয়ার একটা পাত্রে  নিয়ে গরম করুন। সেই তেল গরম হয়ে গেলে  তাতে থেঁতো করা ফুল-পাতার পেস্টটা দিয়ে দিন। তেল ফুটে উঠলে আঁচ থেকে নামিয়ে ছাঁকনিতে ছেঁকে এয়ার টাইট বোতলে ভরে রাখুন। প্রতিবার এই তেলই মাথায় আর স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে আধঘণ্টা রাখবেন, তারপর শ্যাম্পু করে নেবেন।

খুসকি কমাতে লেবু

অনেকদিন ধরে আপনার চুলে  খুসকি হচ্ছে ? তাই আপনার দরকার লেবুর গুণ কমলালেবু আর পাতিলেবুর খোসা রোদে খটখটে করে শুকিয়ে গুঁড়ো করে নিন। তারপর 100 মিলি নারকেল বা অলিভ অয়েল গরম করে তাতে এক টেবিলচামচ লেবুর খোসার গুঁড়ো দিন। তেল ফুটে গেলে নামিয়ে ছাঁকনিতে ছেঁকে ব্যবহার করুন।


চুল ওঠার জন্য আমলকির ব্যবহার 


চুল ওঠা এখন খুব সাধারন সমস্যা, আর আমলকীর  গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায়। এমনকি আপনি  নিজেও বানিয়ে নিতে পারেন। 100 গ্রাম আমলকি পাউডার বানাতে পনেরো-কুড়িটা আমলকি টুকরো করে কেটে রোদে খটখটে করে শুকিয়ে নিন। একদম শুকিয়ে গেলে ব্লেন্ডার বা গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেবেন। এবার ওই গুঁড়ো থেকে অর্ধেকটা নিয়ে চার লিটার জলে ফেলে ফোটান। জল ফুটে ফুটে অর্ধেক হলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। জল ঠান্ডা হলে ছেঁকে নিন। এবার আর একটা পাত্রে বাকি অর্ধেক আমলকি পাউডার অল্প জলে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। আমলকি গুঁড়ো মেশানো যে জলটা ঠান্ডা হতে দিয়েছিলেন, তাতে এই পেস্ট আর এক কাপ পরিমাণ অর্গানিক নারকেল তেল যোগ করে ফের আঁচে বসান। পুরো জলটা ফুটে ফুটে উবে যাবে, পড়ে থাকবে শুধু তেল আর আমলকি পাউডারের মিশ্রণ। ঠান্ডা করে এয়ার টাইট কৌটোয় ভরে রাখুন। সপ্তাহে দু' দিন এই তেল ব্যবহার করুন।


পাকা চুল কমাতে কারিপাতার ব্যবহার 


এই তেল বানানো সব থেকে সহজ, আপনি  দু' টেবিলচামচ পরিমাণ নারকেল তেল অল্প আঁচে গরম  করুন, তাতে কারিপাতাগুলো দিয়ে দিন। তাতে কারিপাতাগুলোর ধার বরাবর কালো হতে শুরু করবে। পুরো পাতা কালো হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে তেল ঠান্ডা হতে দিন, তারপর ছাকনি দিয়ে  ছেঁকে নিন। পাকা চুলের উৎপাত কমাতে প্রতি সপ্তাহে আন্তত দুই তিনবার ব্যবহার করুন 




মন্তব্যসমূহ